করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, মা ও শিশুদের জন্য ১০০০০ এর মতো বেড বাড়াচ্ছে রাজ্যে




বিশেষজ্ঞদের আশঙ্কা করোনার তৃতীয় ঢেউতে শিশুরা বেশি বেশি করে আক্রান্ত হতে পারে। বলা হচ্ছে এই বছরের শেষের দিকে এই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বাংলার বুকে। সেকারণে কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। আগাম প্রায় ১০ হাজার বেড তৈরি রাখা হচ্ছে। এখানে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা করা যাবে। তবে অল্প উপসর্গ রয়েছে এমন আক্রান্ত শিশুদের সঙ্গে মায়েদেরও রাখা যাবে। সেকারণে শিশুর সঙ্গেই মায়ের বেডেরও ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কোভিডের তৃতীয় ঢেউতে শিশুরা বেশি সংখ্যক আক্রান্ত হতে পারে। এব্যাপারে একাধিক বিজ্ঞানী মতামত দিয়েছেন। সেকারণে কমবয়সী করোনা আক্রান্তদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 ৩৫০টি সিক নিওনাটাল কেয়ার ইউনিট তৈরি রাখা হচ্ছে। ১হাজার ৩০০টি পেডিয়াট্রিক আইসিইউর ব্যবস্থা করা হচ্ছে। কোভিড সিসিইউ ও এইচডিইউতে কমবয়সী কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হবে। কলকাতাতে এব্যাপারে ১০টি হাসপাতালকে বেছে রাখা হয়েছে যেখানে ২৪০টি পিকু বেড রাখা হচ্ছে। 

পাশাপাশি কোভিড আক্রান্ত শিশুদের বিশেষ চিকিৎসার ও যত্নের ব্যাপারে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণও দেওয়া হবে।  বিভিন্ন এলাকায় এব্যাপারে মায়েদের মধ্যে সচেতনতামূলক প্রচারও করা হবে। জুলাই মাসের মধ্যে ওই ধরণের প্রশিক্ষণ শেষ করার ব্যাপারেও কথাবার্তা হয়েছে। মূলত কোনটা করণীয় আর কোনটা করণীয় নয় এব্যাপারেও মায়েদের জানানো হবে।