WB short News Live Updates

WB short News Live Updates

 



West Bengal News Live Updates: রাজ্যপালের ভাষণ নিয়ে চাপানউতোর

ভোট পরবর্তী হিংসার উল্লেখই ছিল না রাজ্যপালের ভাষণে। তাই প্রতিবাদ, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রথম থেকেই বাধা দেওয়াই ছিল উদ্দেশ্য, নিজেই কপি গ্রহণ করে তা পেশ করেছেন রাজ্যপাল, কোনও সংযোজন-বিয়োজন করেননি, পাল্টা দাবি পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। 

WB News Live Updates: দেবাঞ্জন দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়ক ছিলেন, দাবি দিলীপ ঘোষের

‘দেবাঞ্জন দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়ক ছিলেন, খবর পেয়েছি। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতারা তা জানতেন। তাঁরা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন’, ফেসবুক পোস্টে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 

West Bengal News Live Updates: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্য ওরফে মিঠুকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। গত চারদিন ধরে দফায় দফায় লালবাজারে ডেকে অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিলেন নিরাপত্তারক্ষী। ষড়যন্ত্র ও অপরাধে সাহায্যের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, দেবাঞ্জনের বিরুদ্ধে প্রতারণার যে সব অভিযোগ উঠেছে, তার কয়েকটিতে ওই নিরাপত্তারক্ষীও যুক্ত থাকতে পারেন।  

WB News Live Updates: ‘শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক নিয়ে অনুমান খারিজের চেষ্টা করছেন তুষার মেহতা, ট্যুইট অভিষেকের

‘শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক নিয়ে অনুমান খারিজের চেষ্টা করছেন তুষার মেহতা। শুভেন্দু তাঁর বাড়িতে ছিলেন কিনা তখনই এটা সামনে আসবে,‘যখন তুষার মেহতা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনবেন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কি সলিসিটর জেনারেলের সঙ্গে বাড়িতে উপস্থিত ছিলেন শুভেন্দু ? তুষার মেহতার দফতরের কর্মীদের উপস্থিতিতে যান শুভেন্দু অধিকারী। সলিসিটর জেনারেলের দফতরের কর্মীদের উপস্থিতিতে বাসভবনে যান শুভেন্দু। তুষার মেহতার বাসভবনে ৩০ মিনিট ছিলেন শুভেন্দু। এরপরেও কি মনে হবে বৈঠক হয়নি ? সব সত্য সামনে আসুক’।শুভেন্দু-তুষার মেহতার সাক্ষাৎ বিতর্কে ট্যুইট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

WB News Live Updates: উচ্চ প্রাথমিকে নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ

উচ্চ প্রাথমিকে নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ। ‘৭দিনের মধ্যে প্রাপ্ত নম্বর-সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে’।‘যাদের আবেদন খারিজ, তাদের নম্বর দিয়ে খারিজের কারণ দেখাতে হবে’।‘৭দিনের মধ্যে সম্পূর্ণ করে আসুন, প্রয়োজনীয় নির্দেশ দেব’।আগামী শুক্রবার হাইকোর্টে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে ফের শুনানি

WB News Live Updates: 'বাংলার ভাবমূর্তি ম্লান করতে রাজনৈতিক পরিকল্পনা', উল্লেখ রাজ্যপালের বাজেট ভাষণের খসড়ায়

‘দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে নিরাপদ রাজ্য। কলকাতা সবচেয়ে নিরাপদ শহর।তা সত্ত্বেও বাংলার ভাবমূর্তি ম্লান করতে রাজনৈতিক পরিকল্পনা চলছে’, বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের খসড়ায়  এমনই উল্লেখ করা হয়েছে।

WB News Live Updates: মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির মেয়াদ ১৩ জুলাই পর্যন্ত বাড়াল হাইকোর্ট

রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির মেয়াদ ১৩ জুলাই পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, ভোট পরবর্তী অশান্তি নিয়ে এখনও পর্যন্ত পুলিশ, জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির কাছে যে সব অভিযোগ এসেছে, তার সবকটি এফআইআর হিসেবে নথিবদ্ধ করতে হবে

WB News Live Updates:বিধানসভার অধিবেশন চলাকালীন শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত দাবিতে গেটের বাইরে এআইডিএসও-র বিক্ষোভ

বিধানসভার অধিবেশন চলাকালীন শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত দাবিতে গেটের বাইরে এআইডিএসও-র বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের আটক করেছে।

WB News Live Updates: কোভিড হাসপাতালের জন্য অক্সিজেন আনতে যাওয়ার পথে গাড়ি আটকানোর ঘটনায় বিতর্ক

কোভিড হাসপাতালের জন্য অক্সিজেন আনতে যাওয়ার পথে গাড়ি আটকানোর ঘটনায় বিতর্ক। আজ সকালে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালের জন্য অক্সিজেন আনতে যাচ্ছিল গাড়িটি।  ব্যারাকপুরের তালপুকুর মোড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ গাড়ি আটকায়।  জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকানোয় হাসপাতালের সুপার আসেন ঘটনাস্থলে। প্রায় একঘণ্টা পর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে গাড়িটিকে জরিমানা করে ছাড়া হয়।

WB News Live Updates: রাজ্যপালকে লিখে দেওয়া ভাষণে ভোট-পরবর্তী হিংসার উল্লেখ নেই, বিরোধিতা করছি, বললেন শুভেন্দু

বিধানসভা থেকে বেরিয়ে এলেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যপালের ভাষণে রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির উল্লেখ নেই। আমরা এর তীব্র বিরোধিতা করছি।