Sri Lanka Tour of Team India: 10 important information facts
Sri Lanka Tour of Team India: 10 important information facts
শ্রীলঙ্কা টিম ইন্ডিয়া সফর: 10 গুরুত্বপূর্ণ তথ্য তথ্য
1 minute read
টেস্ট সিরিজের জন্য বিরাট কোহলিরা থাকবেন ইংল্যান্ডে। প্রথম সারির বেশ কিছু তারকাকে ছাড়াই জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। দেখে নেওয়া যাক ভারতীয় দলের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।
১. তিনটি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া।
২. দু'টি সিরিজের সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
৩. শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে ভারতীয় দল ১৪ জুন থেকে মুম্বইয়ে ১৪ দিন কোয়ারান্টান্টাইনে থাকবে বলে খবর।
৪. শ্রীলঙ্কায় পৌঁছে তিনদিন হার্ড কোয়ারান্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের।
৫. ৪ জুলাই থেকে ট্রেনিং শুরু করবে টিম ইন্ডিয়া।
৬. সিরিজ শুরুর আগে কলম্বোয় নিজেদের মধ্যেই দু'টি দলে ভাগ হয়ে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।
৭. ওয়ান ডে সিরিজের সূচি:-
১৩ জুলাই- প্রথম ওয়ান ডে।
১৬ জুলাই- দ্বিতীয় ওয়ান ডে।
১৮ জুলাই- তৃতীয় ওয়ান ডে।
৮. টি-২০ সিরিজের সূচি:-
২১ জুলাই- প্রথম টি-২০।
২৩ জুলাই- দ্বিতীয় টি-২০।
২৫ জুলাই- তৃতীয় টি-২০।
৯. শ্রীলঙ্কা সফরের ভারতীয় স্কোয়াড: শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), পৃথ্বী শ, দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রানা, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (ভাইস ক্যাপ্টেন), দীপক চাহার, নভদীপ সাইনি ও চেতন সাকারিয়া।
১০. ভারতের নেট বোলার: ইশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, অর্শদীপ সিং, সাই কিশোর ও সিমরজিত সিং।