Upper Primary Court Case Latest updates,WBSSC teachers recruitment 2021

Upper Primary Court Case Latest updates,WBSSC teachers recruitment 2021




Upper Primary Court Case Latest updates– Today some big news and updates are out from kolkata high court about WBSSC Upper Primary Teachers recruitment.Today Kolkata high court lift stay in upper primary teachers recruitment process.So now there is no hurdel to take interview for Upper Primary teachers recruitment.

আজকের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্টে তুলে নিল কোলকাতা হাইকোর্ট। সঙ্গে একাধিক নতুন গাইডলাইন দিয়েছে কোর্ট চাকরীপ্রার্থীদের উদ্দেশ্যে। সমস্ত আপডেট তথ্য নীচে দেওয়া হয়েছে।

Upper Primary Court Case Latest updates

আজকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ শুনানি কোলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে । আজকের শুনানিটি গুরুত্বপূর্ণ এই জনযেই,কারন গতকালকে স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ এর তালিকা ফের প্রকাশ করে নাম্বার সহ। কোর্ট আগে নির্দেশ দিয়েছিল যে যদি তাঁরা ইন্টারভিউ এর তালিকায় সন্তুষ্ট হয় তাহলে তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ার উপর যে স্টে রয়েছে সেটা তুলে নেবে।

ঠিক সেই মত গতকালকের ইন্টারভিউ এর তালিকায় সন্তোষ প্রকাশ করে আজ কোলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্টে তুলে নিল। সঙ্গে কিছু আপডেট ও জুরে দিল।

১. ইন্টারভিউ এবং পরবর্তী প্রসেসের উপর থেকে স্থগিতাদেশ উঠে গেল।
২. চাকরিপ্রার্থীদেরকে অনলাইন বা অফলাইনের মাধ্যমে নিজের নিজের অভিযোগ জানাতে বলা হয়েছে এসএসসির কাছে।
৩. ঐ অভিযোগ ২ সপ্তাহের মধ্যে জানাতে হবে।
৪. এসএসসি প্রত্যেক অভিযোগকারীর ব্যাক্তিগত ভাবে অভিযোগ শুনবে এবং তাদের শুনানীর ফলাফল তাদের জানাবে।
৫. অভিযোগ নেওয়া এবং তার সমস্যা সামাধানের এই পুরো প্রসেস ১২ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে।
৬. কোর্ট পরের আপার প্রাইমারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবারের চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড় দেওয়ার সুপারিশ করেছেন সরকার আর এসএসসি কাছে।




WBSSC teachers recruitment 2021

আজকের স্টে উঠে যাওয়ায় ইন্টারভিউ প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে বলেও জানা গিয়েছে। জুলাই মাসেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে । কমিশন নোটিশ জারি করবে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে।

Upper Primary Court Case Latest updates{WBSSC teachers recruitment 2021}

আরও বিস্তারিত খবর আপডেট এবং আপারের ওয়েটেজ Calculation করতে এখানে ক্লিক করুন

আপারের নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

wb upper primary merit list in 2021

TopicDetails
Subjectwb upper primary merit list in 2021
BoardWBSSC{West Bengal School Service Commission}
StateWest Bengal
Main topicPublication Of Upper Primary Merit List With Numbers Distribution
Vacancy14,339
Recruitment ForUpper Primary School{Class 6-8}
SalaryClick Here
Officialwww.westbengalssc.com
Merit List DownloadClick Here
Upper Primary Court Case Latest updates