Madhyamik 2021: মাধ্যমিক বাতিল হলেও অ্যাডমিট কার্ড দেওয়ার ভাবনা পর্ষদের :রিপোর্ট
1 minute read
পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। তবে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকেই অ্যাডমিট কার্ড দেওয়ার ভাবনাচিন্তা করছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে সেই অ্যাডমিট কার্ড দেওয়া হতে পারে। জি ২৪ ঘণ্টার প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
এমনিতে করোনাভাইরাস পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। পরে ঐচ্ছিক পরীক্ষার ঘোষণা করা হয়েছে। তবে সেই পরীক্ষা সকলে দেবে না। তবুও সব মাধ্যমিক পরীক্ষার্থীকেই অ্যাডমিট কার্ড দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। পর্ষদের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন হয় না। পরবর্তীকালে যে কোনও ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়। সেজন্যই পরীক্ষা বাতিল হলেও পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার বিষয়টি ভাবনাচিন্তা করে দেখা হচ্ছে। তা মাধ্যমিকের মার্কশিটের সঙ্গেই পড়ুয়াদের দেওয়া হবে।