Fake IAS Case:ভুয়ো রেডে বেরিয়ে ফাইবারের রড দিয়ে মারত দেবাঞ্জন!

 ভুয়ো আইএসএস-কাণ্ডে সামনে এল নতুন তথ্য


ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রায় প্রতিদিন সামনে আসছে দেবাঞ্জন দেবের একের পর এক গুণকীর্তি। ভুয়ো আইএএস আধিকারিক সেজে তার একের পর এক কাণ্ড ঘুম ওড়াচ্ছে তদন্তকারীদের। এর মাঝেই সামনে এল নয়া এক তথ্য। আগেই তদন্তে উঠে এসেছিল ভেজাল পেট্রোল ধরতে পুর আধিকারিক হিসাবে রেড করেছিল দেবাঞ্জন। সেই খবরও প্রকাশিত হয়েছিল সাংবাদ মাধ্যমে। এবার জানা গেল সেই ভুয়ো রেড করার সময় নিয়মিত লোকজনকে মারধর করত দেবাঞ্জন। আর এই কাজে সে ব্যবহার করত ফাইবার রড।


২০২১ সালের প্রথমে এমনই ভুয়ো রেড করেছিল দেবাঞ্জন।  ভেজাল পেট্রোল ধরতে সেই রেড করার সময় তার হাতে দেখা গেছে  ফাইবার রড। এই লাঠি সাধারণত ভিড় তাড়াতে ব্যবহার করে থাকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই ফাইবার রড দিয়েই ভুয়ো রেড করতে গিয়ে নির্বিচারে মানুষ পেটাত দেবাঞ্জন। ভুয়ো আইএএস পরিচয় দেওয়া দেবাঞ্জনের কাছে এই লাঠই কীভাবে এল তা খিতয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 


এদিকে  দেবাঞ্জন দেবের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিএসএফ কর্তার উর্দি। সেই উর্দির উপর লেখা  রয়েছে ‘দেবাঞ্জন’।  বিষয়টি ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে রহস্য। আইএএস পরিচয়ের পাশাপাশি বিএসএফ কর্তা সেজেও সে সীমান্তবর্তী জেলাগুলিতে ভুয়ো টিকাকরণের ক্যাম্প আয়োজনের ছক কষেছিল কি না, তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা। এই বিষয়টি জানার পর বিএসএফের গোয়েন্দারাও তদন্ত শুরু করেছেন।

দেবাঞ্জনের বাড়িতে তল্লাশিতে গিয়ে আরও একগুচ্ছ নথি উদ্ধার করেছে পুলিশ৷ তদন্তকারীদের ধারণা, দেবাঞ্জন ভুয়ো নথির ব্যবহার করে কোভিশিল্ড ভ্যাকসিন হাতে পাওয়ার জন্য স্বাস্থ্য ভবনে আবেদন পাঠানোর প্রস্তুতি সেরে রেখেছিল৷ শেষ পর্যন্ত অবশ্য তা পাঠান হয়ে ওঠেনি৷ সেরকমই একটি আবেদন পত্র দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে৷ সূত্রের খবর, দেবাঞ্জন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প নয়, কলকাতা পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট দফতরের নামেও সাতটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল৷ এই অ্যাকাউন্টগুলি থেকে টাকা কোথায় কোথায় সরানো হয়েছিল, তা জানতে বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ৷ দেবাঞ্জনের মেল আইডি নিয়েও তথ্য জানতে গুগলের সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ৷ ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে গুগলকে চিঠিও দেওয়া হয়েছে৷ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এখনও পর্যন্ত দেবা়ঞ্জন-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।