মহাকরণে চুরি! আইনমন্ত্রীর বাড়ি থেকে দুটি কম্পিউটার হারিয়ে গেছে

মহাকরণে চুরি! আইনমন্ত্রীর বাড়ি থেকে দুটি কম্পিউটার হারিয়ে গেছে

 এবার মহাকরণে সিঁধ কাটল চোর। রাজ্যের আইনমন্ত্রীর ঘর থেকেই চুরি হয়ে গেল দুটি কম্পিউটার। ঘটনায় হেয়ারস্ট্রিট থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।


ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, আইনমন্ত্রী মলয় ঘটকের দফতর থেকে চুরি গিয়েছে দুটি কম্পিউটার। প্রাথমিকভাবে কম্পিউটার দুটি নিজের জায়গায় না দেখে অবাক হন অন্যান্য কর্মীরা। প্রাথমিকভাবে মহাকরণের ভেতর থেকে কিছু চুরি যেতে পারে, তা ভাবতেও পারেননি তাঁরা। পরে অবশ্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তাঁরা। কিছুক্ষণ পরে প্রাথমিক অনুসন্ধান করেও কম্পিউটার দুটির হদিশ না পাওয়া যাওয়ায় হেয়ারস্ট্রিট থানায় জানানো হয় অভিযোগ। ইতিমধ্যেই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। মহাকরণের এক কর্মী জানান, সোমবারও তিনি ডেস্কে কম্পিউটারটি দেখেছিলেন। প্রথমে কম্পিউটার চুরি যেতে পারে তা তাঁর মনে হয়নি। পরে বিষয়টি উপলব্ধি করে চমকে উঠেন তিনি। এদিকে এই কম্পিউটারে গুরুত্বপূর্ণ কোনও নথি ছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।