ফের ভুয়ো অফিসারের হদিশ! লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ
দেবাঞ্জন দেবের পর আরও ভুয়ো অফিসারের হদিশ মিলল রাজ্যে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠল নিউ ব্যারাকপুরে। কখনও CID অফিসার, কখনও থানার আইসি আবার কখনও ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। পুলিশের সহযোগিতা না পেয়ে ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হন মধ্যমগ্রামের বাসিন্দা প্রতারিত ব্যক্তি অর্কপ্রভ মজুমদার।
জানা যাচ্ছে, কয়েক বছর আগে রিচার্ড গ্যাসপার নামক এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় অর্কপ্রভর। ওই ব্যক্তি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। রাস্তায় আলো লাগানোর সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে ধাপে ধাপে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।
যখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন, তখন টাকা ফেরত চাইলে অভিযুক্ত রিচার্ড গ্যাসপার ও তাঁর দুই সঙ্গী শুভ্রনীল দত্ত ও উমেশ ঝা তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এমনকী বাড়িতে কয়েক জন দুষ্কৃতী পাঠিয়ে অপহরণ করার হুমকি দেয় এবং আরও দেড় কোটি টাকা দাবি করে বলে অভিযোগ করেছেন তিনি।
একটি সাদা কাগজে তাঁকে জোর করে সই করিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। পরবর্তী কালে একাধিক বার নিউব্যারাকপুর থানার দ্বারস্থ হলেও পুলিশের পক্ষ থেকে কোনও সহযোগিতা পাননি বলে দাবি করেছেন অভিযোগকারী। এমনকী, থানার পক্ষ থেকে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে দাবি করেছেন অর্কপ্রভ।
এরপরই আইনজীবীর সহযোগিতায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বিষয়টি সম্পূর্ণ বিবরণ দিয়ে দু'বার চিঠি পাঠানো হলেও, কমিশনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এরপর গতকাল ব্যারাকপুর মহকুমা আদালতে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয় এবং পুলিশের দুর্ব্যবহার ও গতিবিধি নিয়ে মামলাটি শুরু হয়। বিষয়টি আদালতের বিচারাধীন অবস্থায় রয়েছে বলে জানালেন আইনজীবি অরিজিৎ রায়। তিনি আরও বলেন, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তা দুর্ভাগ্যজনক। এর মধ্যে কোনও অসাধু যোগ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন আইনজীবী