পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়নি, ধূসর তালিকায় পাকিস্তান রয়ে গেছে
1 minute read
সন্ত্রাসবাদী নেতাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে ব্যর্থ পাকিস্তান। একথা জানিয়ে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে ধূসর তালিকাতেই(Grey list) রেখে দিল। পাঁচদিনের ভার্চুয়াল মিটিং শেষে তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে The Financial Action Task Force(FATF)। তবে FATF এর পর্যবেক্ষণ অনুসারে পাকিস্তান মোটামুটি সব শর্তই পালন করেছে। কিন্তু সন্ত্রাসবাদীদের অর্থ সহায়তার ক্ষেত্রে কতটা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সেই প্রশ্নটাই উঠেছে। কয়েকটি বিশেষ ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে FATF পাকিস্তানকে উৎসাহিত করেছে। বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের কমান্ডার ও শীর্ষনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। টেররিস্ট ফিনান্সিং অর্থ্যাৎ সন্ত্রাসবাদকে আর্থিকভাবে যাতে কোনওভাবে মদত দেওয়া না হয় সেটা দেখার কথাও বলা হয়েছে।