বাংলায় বাড়ছে সুস্থতা হার সুস্থতার হার, স্বস্তিতে কাঁটা সেই উত্তর ২৪ পরগনা
1 minute read
ক্রমশই সুস্থতার পথে হাঁটছে বাংলা। রাজ্যে বাড়ছে সুস্থতার হার (West Bengal Corona)। পজিটিভিটি রেটও কমছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন জানা দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৯৫ জন। যা সোমবারের রিপোর্ট থেকেও অনেকটা কম। খানিকটা বেড়েছে মৃত্যুর সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড জয়ী হয়েছেন ২০২৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.১৮ শতাংশ।
- 19-23 জুন Amazon-এ চলছে ফ্যাশন সেল
এদিকে, দেশে বড়সড় স্বস্তি মিলল। একদিনে দৈনিক সংক্রমণ একধাপে অনেকটা নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। সংক্রমণের পাশাপাশি দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯০৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ৬০১। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৬৫৯। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭।
অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের যে ভয়াবহতা দেখেছেন দেশবাসী, তাতে তৃতীয় ঢেউয়ের প্রভাব কতটা মারাত্মক হবে, সে নিয়ে উদ্বেগে রয়েছেন সকলেই। এই আবহে অনেকটাই স্বস্তির বার্তা শোনালেন এমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া ( AIIMS Director Dr Randeep Guleria)।দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ আকার ধারণ করবে না করোনার তৃতীয় ঢেউ। এমন আশার বাণীই শুনিয়েছেন এমস প্রধান। তিনি বলেছেন, 'তৃতীয় ঢেউ আরও মারাত্মক চেহারা নেবে কিনা এ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে...আমার মনে হয়, দ্বিতীয় ঢেউয়ের মতো অতটা ভয়াবহ হবে না'।