অনেক উত্তর মিলছে না! ATS হানকে উত্তর প্রদেশে নিয়ে যেতে পারে | Not many answers match! ATS could take Han to Uttar Pradesh

মালদা সীমান্তে গ্রেফতার হওয়া চিনা নাগরিক হানকে হেফাজতে নিতে পারে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা। শুক্রবার তাকে মালদা জেলা আদালতে তোলে এসটিএফ। সেখানে বিচারক হানকে ১৪ দিনের জেল হেফাজতের পাঠিয়েছেন। অন্যদিকে জেরার সময়ে দোভাষীদের মুখোমুখি বসিয়েও কোন কিছু উদ্ধার হয় নি। 
  



প্রসঙ্গত চলতি মাসের ১০তারিখ মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এই নাগরিককে ভারতে প্রবেশ করার সময় আটক করে বিএসএফ। পরের দিন থেকে তুলে দেওয়া হয় মালদা কালিয়াচক থানার পুলিশের হাতে। পুলিশ তাকে গ্রেফতার করে মালদা জেলা আদালতে পাঠালে আদালত তাকে পুলিশ হেফাজতে পাঠায়। পরবর্তী সময় জেলা পুলিশ এই মামলাটি হস্তান্তর করে রাজ্য এসটিএফকে। টানা ১০ দিন একে জেরা করার পর এদিন আবার তাকে আদালতে তোলা হয়। হানের মোবাইল ও ল্যাপটপ চিনের ম্যান্ডারিন ভাষায় পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে। মোবাইলের পাসওয়ার্ড এসটিএফ ভাঙতে পারলেও, ল্যাপটপের পাসওয়ার্ড ভাঙতে পেরেছে কিনা তা এসটিএফ এর পক্ষ থেকে জানানো হয়নি। 

হানের বিরুদ্ধে ভারতবর্ষে চরবৃত্তি ও মোবাইল সিম পাচারের মামলা রয়েছে উত্তরপ্রদেশে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে উত্তরপ্রদেশের এটিএস। এই চীনা নাগরিকের আইনজীবী জ্ঞানেন্দ্র দেবাঙ জানান, এদিন তিনি তার মক্কেলের হয়ে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করেছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতের পাঠিয়েছে। জুলাই মাসের ৯ তারিখ আবার আদালতে তোলা হবে। মালদা আদালতের এপিপি দেবোজ্যোতি পাল বলেন, এদিন চিনা নাগরিককে ১৪দিনের জেল হেফাজত হয়েছে।

ইতিমধ্যে এটিএসের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। তার ল্যাপটপ মোবাইল থেকে কোন কিছু করা যায় নি। তার বিরুদ্ধে উত্তরপ্রদেশে মামলা রয়েছে। এই মামলায় তাকে লখনৌতে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে। হানের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও খারিজ করে দেন বিচারক। পাশাপাশি ওই চিনা নাগরিকের ল্যাপটপ, মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার কথা তার আইনজীবী তুললে, সেটাও নাকচ হয়ে যায়। জানা গিয়েছে, হানের ল্যাপটপের পাসওয়ার্ড ক্র্যাক করা সম্ভব হয়নি। হায়দ্রাবাদে সিএসএফএল-এ  পাঠানো হবে ল্যাপটপ। দোভাষীদের নিয়ে জিজ্ঞাসাবাদেও নিরুত্তাপ হান। মিলছে না অনেক প্রশ্নের উত্তর, দাবি তদন্তকারীদের। শনিবার হানকে নিজেদের হেফাজতে নিতে পারে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা।