Birbhum News : স্বর্ণ ঋণদানকারী সংস্থায় লুঠের চেষ্টা করেছিল ডাকাতদল,জখম এক টোটোচালক
সিউড়ি শহরে সপ্তাহের প্রথম দিন সকাল
সিউড়ি শহরে সপ্তাহের প্রথম দিন সকাল বেলায় একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থা এ ডাকাতির চেষ্টা নিরাপত্তাকর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে.
তাদেরকে সাটার খোলার ব্যবস্থা এই সাটার খোলার কৌশল নিরাপত্তাকর্মীরা এলাম বাজিয়ে দেন আর এলাকার মানুষজন সতর্ক হয়ে যায় তারা জমায়েত হতে শুরু করে কোন একটা কিছু ঘটেছে এই অনুমান করে আর ঠিক এই সময় এই যে ডাকাত দল তারা কার্যত সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে দুটি বাইকে করে এসেছিল এটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে পাঁচ থেকে ছয় জনের এই ডাকাতদল এরপরে এরা একটা বাইকে করে দুজন চলে গেল তিনজন তারা প্রকাশ্য রাস্তায় মানুষকে ভয় দেখিয়ে গুলি করতে করতে একদম স্বর্ণ ঋণদানকারী সংস্থা থেকে একটি তার পাশের গলি সামনের রাস্তা ধরে একদম মেনরোড জেলা সিউড়ি সাঁইথিয়া সেই রাস্তা ধরে সোজা তারা মসজিদের পাশ দিয়ে স্কুলে কাছে আসে দফায় দফায় তারা গুলি চালায় স্কুলের কাছে এসে যখন তারা গুলি ছোড়ে সেই সময়.
একজন টোটো চালক সেখানে জানিয়েছিলেন তিনি কিন্তু সেই গুলিতে জখম হয় তার পায়ে কিন্তু গুলি লাগে-এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং এই স্কুলে মোড়_থেকে নিত্য কেবিনের সামনে দিয়ে তারা যখন সিউরিটি কাল স্কুলে মরে যায়,সেইখানে মানুষ তাদেরকে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শূন্যে একাধিকবার গুলি চালায় এতে দুষ্কৃতীরা যখন গুলি চালাচ্ছে সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে একটা শ্রেণীর মানুষ তাদের তাড়া করছে কিন্তু দফায় দফায় সেই মানুষদের লক্ষ্য করে তারা গুলি চালায় এবং এইখানে থেকে এই সময় এই রাস্তা ধরে শিউলিতলা বিবেকানন্দ পল্লী সেখানকার এক ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে আসছিলেন সঙ্গে সঙ্গে তাকে ধরে তাকে মারধর করে মোটরসাইকেল থেকে ফেলে দেয় এবং সেই মোটর সাইকেলটি নিয়ে তারা কিন্তু শরীরের দিকে রওনা দেয়.
সময় ধরে তারা কিন্তু রাস্তা ধরে তারা বেরিয়ে গেল রাস্তা দিয়ে গেল কিন্তু এই যে সময়টা বলা হচ্ছে এই সময়কালে কার্যত কিন্তু পুলিশের দেখা পাওয়া যায় না মানুষের বক্তব্য অভিযোগ এত সময় ধরে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে 100 মিটার দূরে যেমন এসপি অফিস রয়েছে সিউড়ি থানা রয়েছে জেলা শাসকের অফিসটা গুরুত্বপূর্ণ একটা জায়গা জনবহুল জায়গা যেটা বলা হয় হল্ড অফ সিউড়ি শহরটি চেষ্টা করা হলো অথচ এখানে একটা কথাও প্রশাসনিক ব্যর্থতা রয়েছে মানুষ যখন পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই গানটাও তার একটা গান এরা সম্ভবত ঝারখন বিহার এই এলাকা থেকে তারা এসেছিল এবং এরা ডাকাতি করার সময় যেটা সত্য সেটা হচ্ছে এলাকায় ডাকাতি করে সেখানে কোন একটা ঘর ভাড়া নিয়ে থাকে এবং সেখান থেকে.
এলাকা সম্বন্ধে তারা পরিচিত হয় এবং এরা ডাকাতি করার সময় বা ডাকাতি করতে যাবার সময় পরিবর্তন করে এবং এই বায়ু পরিবর্তন করার সময় তাড়াশে বাইকের নাম্বার প্লেট সেটাও তারা পরিবর্তন করেছেন তাদের সঙ্গে একটা করে প্রত্যেকের হাতে ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে পোশাক থাকে নাম্বার প্লেট থাকে বিভিন্ন যন্ত্রাংশ থাকে এগুলো দিয়ে তারা কিন্তু এই পরিবর্তনটা করে যদিও পুলিশের সম্পর্কে জানানো হচ্ছে দ্রুত তারা এই ঘটনার কিনারা করে ফেলতে পারবে ইতিমধ্যে পুলিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় নাকা চেকিং শুরু হয়েছে সিসিটিভি ছবি সংগ্রহ শুরু হয়েছে এবং এই সমস্ত জায়গা থেকে পুলিশ তদন্তে একটা জায়গায় পৌঁছতে চাইছে যাতে করে দুষ্কৃতীদের খুব দ্রুতই তারা ধরে ধরে ফেলতে পারে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে শহরবাসী ও চাইছে দুষ্কৃতী গ্রেফতার করা হোক এদের প্রকৃত সকালে শহরের ব্যস্ততম এলাকায় এইভাবে দুষ্কৃতীদের তাণ্ডব কার্যকরের মানুষকে ভাবিয়ে তুলেছে.