covid 19 :সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যু, রাজ্যে বাড়ছে সুস্থতার হার
1 minute read
আরও কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ জনের। সংক্রমণের পাশাপাশি কমছে মৃত্যুও, যা ফেরাচ্ছে স্বস্তি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডমুক্ত হয়েছেন ২ হাজার ১২ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ১৫২ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের, উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।
প্রসঙ্গত, দেশে করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে। সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিয়ে কমছে মৃত্যুর সংখ্যাও। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। এদিন কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৫৪২ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬২৮।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রন্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লাখ ৬৫ হাজার ৪৩২। মোট টীকা নিয়েছেন ২৬ কোটি ১৯ লাখ ৭২ হাজার ১৪ জন।
এদিকে, ফের একবার রূপ বদল করেছে করোনা। করোনার ডেলটা ভ্যারিয়েন্ট অর্থাৎ B.1.617.2 স্ট্রেনটি অত্যন্ত সংক্রামক। এই স্ট্রেনটিই এতদিন পর্যন্ত বিজ্ঞানীদের মাথাব্যাথার কারণ ছিল। এবার এই স্ট্রেনটিই রূপ বদলেছে, যা এখন 'ডেল্টা প্লাস' নামে পরিচিত। ডেল্টা প্লাস অনেক বেশি সংক্রামক জানা গিয়েছে এমনটাই। ৭ জুন পর্যন্ত কানাডা, জার্মানি, রাশিয়া, নেপাল, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, পোল্যান্ড, পোর্তুগাল, জাপান এবং আমেরিকায় দেখা গিয়েছে এই ডেল্টা প্লাস। কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টিটি ২০২১ সালের মার্চ মাসে পাওয়া গিয়েছিল ইউরোপে।