রাজ্যে সংক্রমণ কমতেই কমল করোনা পরীক্ষার সংখ্যা, এক দিনে মৃত্যু ৪৭ জনের

  • এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। যার মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতায় ১১ জনের।



মঙ্গলবার রাজ্যের করোনা চিত্রে মোটের ওপর স্থিতাবস্থা জারি রইল। এদিন দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে সামান্যই। সামান্য বেড়েছে দৈনিক মৃত্যু। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে অল্প। আর নামেমাত্র বেড়েছে সুস্থতার হার।

মঙ্গলবার স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুসারে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৫২। পুরুলিয়ায় আক্রান্ত মাত্র ৩, মুর্শিদাবাদে ৮, মালদায় ১০, দক্ষিণ দিনাজপুরে ১১, আলিপুরদুয়ারে ২২। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২০৭, কলকাতায় ১৭২।

এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। যার মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতায় ১১ জনের। হাওড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৪৩৭।

রাজ্যে এদিন সুস্থ হয়েছেন ২,০৩৭ জন। যার ফলে অ্যাক্টিভ কেস কমেছে ২৩২টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২২,৫০৮। রাজ্যে এদিন মোট ৫১,২৩৩টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ। রাজ্যে সার্বিক সংক্রমণের হার ৩.৬১ শতাংশ।