zhurong’s first images from mars by c.n.s.a. china || মঙ্গল থেকে এই প্রথম ছবি পাঠালো চীনের ঝুরং রোভার ভাইরাল ভিডিও

zhurong’s first images from mars by c.n.s.a. china

zhurong’s first images from mars by c.n.s.a. china.


photos snapped from Zhurong’s cameras hint at a wide, flat panorama in Mars’s northern hemisphere that’s ripe for exploration. 

Zhurong’s C.N.S.A


এই মুহূর্তে সব থেকে বড় খবর যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করছিলাম যে চীনের পাঠানোর টিয়ান্যুয়ান তার যে মঙ্গল যান মঙ্গল পাঠানোর রোভার সেই যুরং কবে নামবে বলে রাখি গতকাল রাতেই কিন্তু সবার মঙ্গলের মাটিতে নেমে গেছে মানে ল্যান্ড করার কথা বলছি না ল্যান্ডারের ভিতরে ছিল সেটি কিন্তু ছয় চাকার যান . সেটি মঙ্গলের মাটি টাচ করেছে গতকাল রাতে এবং সিগন্যাল পাঠিয়ে দিয়েছে আর এই মুহূর্তে সব থেকে বড় খবর প্রথম দুখানা মঙ্গলের ছবি তুলে পাঠিয়েছে এই যুরং নামে রোবটটি. তার একটি black-and-white একটি কালার .এই যে ভিডিওটা দেখছেন .


China's Zhurong Mars rover on Mars :


অবশেষে কিন্তু অবসান হলো আর মঙ্গলের মাটি থেকে এই যে দেখুন সেই ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট না আমার আগের মুহূর্ত যেটা ক্যাপচার করেছে এবং এটা ইউটোপিয়া প্ল্যানিটিয়া (utopia planitia) সেই অঞ্চলের ছবি এবং এটি সিএনএস এর তরফ থেকে দেওয়া হয়েছে কনফার্ম করা হয়েছে .এই ছবিটি বলে রাখি এটা একটা ঐতিহাসিক মুহূর্ত চীনের কাছে অবশ্যই সারা পৃথিবীর কাছে বলতে পারেন আর চীন দ্বিতীয় দেশ হিসাবে করে দেখালো এর আগে একমাত্র N.A.S.A করতে পেরেছে তবে রাশিয়ার পাঠানো একটি রোভার ল্যান্ডার মঙ্গলের মাটিতে নেমে ছিল বটে কিন্তু তারা সফল ভাবে ল্যান্ডিং করতে পারেনি ক্রাশ লান্ডিং হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সে ক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে ছবিটি এসেছে এটি কিন্তু অসামান্য এবং আরও একটি ছবি এটি এটি কালার ক্যামেরায় তোলা রিয়ারভিউ এটা হচ্ছে গিয়ে.


হোয়াট ইজ ওভার এর পিছনে ধিক্কার ভিউ সেটা দেখতে পাচ্ছেন না আমেরিকার পর দ্বিতীয় দেশ হিসেবে এই অসাধ্য সাধন করে দেখালো C.N.S.A  আমাদের অবশ্যই শুভেচ্ছাবার্তা রইল অনেকেই আমরা দীর্ঘ অপেক্ষা করছিলাম যে কবে আমরা মঙ্গল থেকে ছবি পাবো বিশেষ করে চীনের টিয়ান্যুয়ান যে মঙ্গল যান মঙ্গল রোভার থেকে সেখান থেকে অবশেষে আমরা পেলাম.