unusual space facts: nasa's voyager 1 humming sound audio || সৌরজগতের বাইরে গিয়ে অদ্ভুত হাম সাউন্ড রেকর্ড করে পাঠাল নাসার ভয়েজার ১,
1977 সালে পাঠানোর N.A.S.A এর ক্রাফট ভয়জার ওয়ান এবং ভয়েজার 2 এ দুটোর নাম তো আপনারা শুনেছেন তবে সম্প্রতি ভয়েজার -ওয়ান আবারো উঠে এসেছে সংবাদমাধ্যমের তালিকায় তার কারণ কি ইন্টার স্টলের স্পেস মানে সৌরজগতের বাইরে 2012 সালে ভয়েজার -ওয়ান কিন্তু ফিলোসপি স্থানকে বলা হয় সেই স্থানটি পার করে গিয়েছিল এই মুহূর্তে পৃথিবী থেকে 14 দশমিক 2 বিলিয়ন মাইল দূরে রয়েছে এই স্ক্রাবটি মনে করা হচ্ছিল যে হয়তো আর কয়েক দিনের মধ্যেই তার যে যাত্রা শেষ করবে মানে ছাত্রত্ব শেষ করবে নাচে চলতে থাকবে তবে যোগাযোগ বিচ্ছিন্ন হবে কিন্তু হয়নি সম্প্রতি একটি অদ্ভুত সাউন্ড রেকর্ড করেছে এই ভয়েজার ওয়ান এবং ট্রান্সমিট করার 21 ঘণ্টা পর পৃথিবীতে এসে পৌঁছেছে সেই সঙ্গে বলা হচ্ছে হাম সাউন্ড রাম
এই সংটি কিভাবে রেকর্ড
করল বা এত দূরে
থাকা অবস্থাতে কিভাবে রেকর্ড করলো ভয়েজার-ওয়ান
তাতে কিন্তু দ্বন্দ্বে বিজ্ঞানীদের মনের মধ্যে এবং
যেখানে কোন বায়ুমণ্ডল নেই
সেখানে এই হাম সাউন্ডটি
কিভাবে রেকর্ড হলো সাউথ শুনে
নিন.
শুনলেন 14 দশমিক 2 বিলিয়ন মাইল দূরে ভয়েজার-ওয়ান সাউন্ড রেকর্ড করে পাঠিয়েছে এবং
বিজ্ঞানীরা এই নিয়ে বিশ্লেষণ
করতে বসেছেন যে এটি কিসের
সাউন্ড এটিকে ইন্টারস্টেলার স্পেস এর ব্যাকগ্রাউন্ড এর
কোন সাউন্ড কিভাবে রেকর্ড হলো সমস্ত তাই
আগামী দিনে আমরা জানতে
পারব আমি এখানে বলে
রাখি যারা বাঙালি তাদের
কাছে একটা বেশ ভালো
খবর যে 1977 সালে
এলিয়েন দের উদ্দেশ্যে বাংলা
ভাষায় একটি কিন্তু বার্তা
পাঠানো হয়েছিল এই ভয়েজার ওয়ান
এ করে পাঠিয়েছিলেন নাসার
গবেষকরা শুধু বাংলায় নয়
পৃথিবীর সব রকম ভাষাতেই
পাঠানো হয়েছিল তার মধ্যে বাংলা
ওয়াজ এলিয়েন বা ভিনগ্রহের যদি
থাকে তারা কি বাংলা
ভাষা বুঝতে পারবে বিজ্ঞানীরা হয়তো এখনও তাদের খুঁজে
পাননি কিন্তু দীর্ঘদিন ধরেই বুদ্ধিমান ভিনগ্রহবাসীর
খোঁজ চালিয়ে যাচ্ছে তারা সেই লক্ষ্যেই
বিভিন্ন দেশের মানুষের ভাষায় এলিয়েনদের সম্মোধন করে তাদের উদ্দেশ্যে
অডিও বার্তা পাঠিয়েছিলেন গবেষকরা.
1977 সালে মহাকাশে পাঠানো
ভয়েজার নভোযানে নাসার গবেষকরা যে বার্তাগুলি পাঠিয়ে
ছিল সেগুলো কে গোল্ডেন রেকর্ডস
বলা হয় গবেষকরা যেসব
শব্দ বা বার্তা পাঠিয়েছিলেন
সেগুলো এখন শোনার সুযোগ
করে দিয়েছেন আশা সাউন্ড ক্লাউড
নামে একটি অনলাইন অডিও
ডিসট্রিবিউশন প্লাটফর্মে গোল্ডেন রেকর্ড উন্মুক্ত করেছে নাসা ইন্ডিয়ান এক্সপ্রেসের
এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন
ভাষাভাষী মানুষ ও সংস্কৃতি ও
যুগ থেকে নির্বাচিত সঙ্গীত
এবং বিশ্বের 55 টি ভাষায় সম্বোধন
রেকর্ড করা হয় এর
মধ্যে বাংলা হিন্দি মারাঠি ভাষা ও রয়েছে
বাংলায় যে বার্তাটি রেকর্ড
করা হয়েছিল তাতে বলা হয়েছে
নমস্কার বিশ্বে শান্তি হোক এ ধরনের
পৃথিবী থেকে বৃষ্টির শব্দ
মানুষের পাথরে যন্ত্রপাতি ব্যবহারের শব্দ রেকর্ড করে
ধরে পাঠানো হয়েছিল নতুন করে সাউন্ড-ক্লাউডঃ তৈরি প্রসঙ্গে নাসা
জানিয়েছে অনলাইন বা ওয়েব এই
ধরনের সাউন্ড ক্লিপ রয়েছে কিন্তু এগুলোর মানকুর নত নয়.
উন্নত মানের অডিও শোনাতে এই
পদক্ষেপ নিয়েছে তারা 1977 সালের
20 আগস্ট ভয়েজার two 5 সেপ্টেম্বর
ভয়েজার ওয়ান উৎক্ষেপণ করে নাসার নভোচারী
গোল্ডেন রেকর্ড আছে এই দুটি
নভোযান এখন পৃথিবী থেকে
বহুদূরে মানুষের তৈরি অন্য কোন
বস্তু যেখানে কোনদিন যেতে পারিনি পৃথিবী
থেকে প্রায় 14 দশমিক 2 বিলিয়ন মাইল দূরে রয়েছে
ভয়েজার ওয়ান এবং সৌরজগৎ পার
করে গেছে সে তো
আগেই বললাম 2012 আট ইন্টারস্টেলার স্পেসে
রেকর্ড হয়েছে এই হামসাম যেটা
শোনালাম জানা যাচ্ছে থ্রি
কিলোহার্টজ কম্পনে এটি রেকর্ড হয়
এবং 21 ঘন্টা লাগে পৃথিবীতে আসতে