jupiter facts - interesting facts about planet jupiter sky and saturn || || বৃহস্পতির আকাশে পুঞ্জীভূত মেঘ ধরা পরল নাসার ক্যামেরায় জানা গেল অজানা তথ্য

বৃহস্পতির আকাশে পুঞ্জীভূত মেঘ ধরা পরল নাসার ক্যামেরায় জানা গেল অজানা তথ্য || cloud in Jupiter JUNO



Clouds accumulated in the sky on Jupiter , NASA camera revealed unknown information


এক অসাধারণ তথ্যমূলক নিউস নিয়ে বৃহস্পতিবার শক্তিশালী ক্যামেরায় ধরা পরল সেই রকম দৃশ্য জানা গেল অনেক অজানা তথ্য আসলে কি বলা হচ্ছে জানা যাচ্ছে যে পুঞ্জিভূত মেঘের শাড়ি গুরু বৃহস্পতির বিশাল জায়গা জুড়ে এভাবে মেঘ জমে রয়েছে সে কথা আগেই জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এক মহাকাশ বিজ্ঞানী clyde foster দাবি ঘাঁটি তার প্রমান দিয়েছে JUNO নামে নাসার শক্তিশালী টেলিস্কোপ এর ছবি ছবি দেখার পর আপ্লুত বিজ্ঞানীরা বৃহস্পতির এই অংশের নামকরণ করেছেন clyde নামে.পুঞ্জীভূত মেঘ সমৃদ্ধ বৃহস্পতির এই অংশের নাম clyde foster এই ঘোষণা করেছে .


 
ফলে এই মুহূর্তে বৃহস্পতি সংক্রান্ত গবেষণায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে clyde foster নামের সেই মহাকাশ বিজ্ঞানী মাত্র এক বছর আগে নিজের 14 ইঞ্চি টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির ওই দৃশ্য দেখতে পেয়েছিলেন ফ্লাইট ফস্টার দেখেছিলেন বৃহস্পতি কে ঘিরে থাকা আবহাওয়ায় ঘনীভূত মেঘ ধোয়ার আকারে উপরের দিকে চলমান যে অংশজুড়ে তা দৃশ্যমান হয়েছিল clyde  14 ইঞ্চি টেলিস্কোপ এর তার চেয়ে অন্তত দ্বিগুণ অংশে ওই ঘটনা ঘটে চলেছে বৃহস্পতির এই এলাকা পরিচিত সাউথ টেম্পারেট বেল্ট  নামে নাসার পাঠানো ছবি দেখে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন ছোট টেলিস্কোপে ক্লোরাইডের পর্যবেক্ষণ অভ্রান্ত হলেও অনেক ছোট পরিসরে তিনি তা দেখতে পেয়েছিলেন তবে ওই টেলিস্কোপে যে এতটা নিখুঁত হতে পারে সেই দক্ষতা কে সম্মান জানিয়ে ক্লাইভের নামে নামাঙ্কিত হল বৃহস্পতির অংশ.

 

 
বৃহস্পতির গ্রেট রেড স্পট অংশের উপরে এই মেয়ে দেখা দিয়েছে এই অংশটি পৃথিবীর অন্তত 1.3 গুণ তবে এই মেঘাচ্ছন্ন অবস্থা খুব ক্ষণস্থায়ী এমনকি বৃহস্পতির আবহাওয়ার যেকোনো পরিবেশে বেশিক্ষনের জন্য তৈরী হয়না যুনুর পাঠানো ছবিগুলো ভালো ভাবে বিশ্লেষণ করে এমনই বুঝেছেন নাসার অভিজ্ঞ বিজ্ঞানীমহলে দক্ষিণ আফ্রিকার  বিজ্ঞানী clyde এর চোখে পড়েছিল নতুন করে কোন তৈরি হয়েছে বৃহস্পতির বুকে মিথেন গ্যাস ঘনীভূত হলে যেমন দাগ পড়ে তার সঙ্গে অনেকটা মিল রয়েছে বলে মনে হয়েছিল তার তবে তা কিছুক্ষণ পর উদাও হয়ে যায় এবার যুনুর মাধ্যমে শুধু হয়ে যাওয়ার রহস্য ভেদ করলেন বিজ্ঞানীরা বৃহস্পতির আকাশে ঝড় উঠলে তার বিস্তার অন্তত তিনশ কুড়ি কিলোমিটার পর্যন্ত হতে পারে তবে দ্রুত পুঞ্জিভূত মেঘ সরে যায় তাই.



সবি অতি ক্ষণস্থায়ী যুনুর মাধ্যমে বৃহস্পতির অনেক অজানা তথ্য এভাবে কিন্তু প্রকাশ্যে এল কেমন লাগলো এই তথ্যমূলক নিউস আর সাথে নাসার পাঠানো মহাকাশ যান যুনুর থেকে নেওয়া